আজ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাণিতিক দক্ষতা অর্জনে শিশুদের মস্তিষ্কের পুরো সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলতে হবে-মিস্টার সাওার্দ মিত্তারি

(আজকের দিনকাল) : ৩য় স্মার্ট ব্রেইন বাংলাদেশ ন্যাশনাল প্রতিযোগিতা উপলক্ষ্যে শুক্রবার (১২ মে ২০২৩) সকাল ১০ ঘটিকায় ২০০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ্যাবাকাস ও ম্যান্টাল এ্যারিথমেটিক পরীক্ষার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড এর সন্মানিত প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিস্টার সাওার্দ মিত্তারি বলেন,গাণিতিক দক্ষতা অর্জনে শিশুদের মস্তিষ্কের পুরো সম্ভাবনা কাজে লাগিয়ে সৃজনশীল, মেধাবী, মনোযোগী, আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলতে কাজ করে যাচ্ছে স্মার্ট ব্রেইন বাংলাদেশ।
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নশিপ ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড এর সন্মানিত প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিস্টার সাওার্দ মিত্তারি এবং বিশেষ অতিথি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড এর সন্মানিত নির্বাহী পরিচালক ডক্টর রাংযিয়াপর্ণ মিত্তারি। এছাড়াও স্মার্ট ব্রেইন বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার ক্বারি মুহাম্মাদ রমজান আলী, এমডি মুহাম্মাদ মিরান হাসান, সিইও সানজিদা আফরোজ প্রমি ও বিভিন্ন শাখার পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কম্পিটিশনে বিজয়ীরা থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২১তম ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২৩ এ অংশগ্রহণ করবে। গত ২০তম ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২২ এ ১৮ টি দেশের মধ্যে সেরা পুরস্কার প্রিন্সেস কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছিল বাংলাদেশ।
শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ