আজকের দিনকাল (আজকের দিনকাল ):গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
মহানগরীর অলিগলি, বাজার ও রাস্তার পাশে টাঙানো হয়েছে নির্বাচনি পোস্টার, চলছে লিফলেট বিতরণ ও মাইকিং। পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সোমবার সকাল থেকে দিনভর আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নগরীর গাছা অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে পথসভা করেন।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, নির্বাচনে জয়ী হলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন হবে দেশের অন্যতম একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন। যেমন আমি করতে পেরেছিলাম টঙ্গী পৌরসভার ১৮ বছর চেয়ারম্যান বা মেয়র থাকা অবস্থায়। আমার বিরুদ্ধে তখন কেউ ১৮ টাকার দুনীতির অভিযোগও করতে পারেননি।
আমাকে আপনারা আপনাদের মূল্যাবান ভোট দিন। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবার খাতগুলো ঘরে ঘরে পৌঁছে দিব। এ সিটি করপোরেশনে সরকারের পক্ষ থেকে একবার ৭শ কোটি টাকা, আরেকবার ১ হাজার ৫৪৯ কোটি টাকা, আবার ৩ হাজার ৮২৮ কোটি টাকা, আবার ৭৮২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ টাকাগুলো যদি সদ্ব্যবহার করা যেত পরিকল্পনা মাফিক কাজ হতো তাহলে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যেত।
তিনি বলেন, কোনাবাড়ী থেকে কাশিমপুর, বাসন থেকে কাউলতিয়া হয়ে পূবাইল সবখানে জনগণের উৎসাহ উদ্দীপনাই বলে দেয় আগামী ২৫ মে নৌকার জয় সুনিশ্চত।
বিকালে বোর্ডবাজার এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। এ সময় গণসংযোগে অংশ নেন- গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি, সম্পাদক হাজী আদম আলী, তৌহিদুল ইসলাম দীপ, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ইসমাইল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
Leave a Reply