(আজকের দিনকাল ):ঋষভ পন্তকে ঘিরে হামেশাই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। তবে এবার পন্ত নয়, টিকটিকির জন্য ভাইরাল এই বলি সুন্দরী। বুধবার সকালে সামাজিকমাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর প্রথম লুক দেখান।
গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের অবতারে ধরা দিলেন উর্বশী। কিন্তু তার গলায় চোখ যেতেই অবাক নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা। সঙ্গে কানেও টিকটিকি দুল।
গত বছর কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম এডিশনেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি গাউনে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এ সুন্দরী। সেই লুক দেখে হাসির রোল নেটপাড়ায়। উর্বশীকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা।
একজন লেখেন— ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে উঠে, তা হলে তো ফটোশুট ভুলে পালাতে হবে’।
অপর একজন পন্ত প্রসঙ্গ টেনে লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্তের ভূতটা যেন মাথা থেকে নামে’।-ডেস্ক
Leave a Reply