আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনি প্রচারণায় জাহাঙ্গীরের মায়ের গাড়িবহরে হামলা

(আজকের দিনকাল ):আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িবহরে হামলার ঘটনা হয়েছে। এতে পাঁচটি গাড়ি ভাঙচুর ও ছয়জন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর এরশাদনগরে (বাস্তুহারা) এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন প্রচারণা করতে করতে এরশাদনগরে যান। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে গাড়িবহর থেমে যায়। তখন অতর্কিতভাবে কয়েকজন যুবক রড ও লাঠি দিয়ে আঘাত করে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ঘড়ি প্রতীকের ছয় কর্মীও আহত হয়েছেন বলে দাবি করেছেন জায়েদা খাতুনের সমর্থকরা। ঘটনাটি জাহাঙ্গীর আলমসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভ করা হয়।

এ বিষয়ে প্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অতর্কিত হামলা করে আমাদের পাঁচটি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে একান্ত সচিব অ‌্যাডভোকেট কবীর বিন মাসুম বলেছেন, নৌকার কেউ কোনো হামলা করেনি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ