নুর আলম সিদ্দিক,(আজকের দিনকাল) : রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে শুক্রবার চলতি বছরের হজ্জ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ মে দিবাগত রাত পৌনে ৩ টায় প্রথম হজ্জ ফ্লাইট সৌদি আরবে যাবেে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ্জ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ্জ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ্জ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী,এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজ্জযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়,আগামী ২০ মে দিবাগত রাত পৌনে ৩ টায় প্রথম হজ্জ ফ্লাইট সৌদি আরবে যাবেে। এরই মধ্যে হজ্জ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহন ও হজ্জ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য,চাঁদন দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ্জ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ্জ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ করতে পারবেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যাবস্থাপনায় হজ্জ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজ্জযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজ্জের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ্জ পালনে সাড়ে তিন হাজার হজ্জযাত্রী কোটা খালি থাকবে,তা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।#
নুর আলম সিদ্দিক,
ষ্টাফ রিপোর্টর,ঢাকা বিমানবন্দর
মোবাইল :০১৭২২৩৯৪২৯১
তাং ১৮/০৫/২৩
Leave a Reply