আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এফডিসিতে সংবাদ মাধ্যমের ক্যামেরা প্রবেশে লাগবে অনুমতি

(আজকের দিনকাল):বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গণমাধ্যমের ক্যামেরা প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গতকাল বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে। এফডিসির এ সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন গণমাধ্যমকর্মীরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে এফডিসির সহকারী পরিচালক (প্রশাসন) এ কে এম আমিনুল করিম খান বলেন, গত ২২ ফেব্রুয়ারি অংশীজনের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় তিনি ছিলেন না, এর ফলে তিনিও বিস্তারিত বলতে পারছেন না।  বিষয়টি নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

এফডিসির দাপ্তরিক আদেশে আরও বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত সার্বক্ষণিক সেবার ক্ষেত্রে বিএফডিসিতে প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে গেট পাস ইস্যুর মাধ্যমে অধিক নিরাপত্তা জোরদার করতে হবে। এর আগে আরও কয়েকবার গণমাধ্যমকর্মীদের এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, কেপিআইভুক্ত অঞ্চল হিসেবে এফডিসির নিরাপত্তা জোরদারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ