(আজকের দিনকাল):চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে পানিতে পড়ে ১১ যাত্রী নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং তিনজন প্রাণে বেঁচে গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ভিয়েতনামের সঙ্গে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হন।
Leave a Reply