আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


নামাজ শেষে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে হত্যা

(আজকের দিনকাল):কুমিল্লায় জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতের নাম এনামুল হক (৩৫)। তিনি আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ থেকে এনামুল বের হলে একই এলাকার কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে মাটিতে ফেলে দিয়ে গলায় ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকাল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, আওয়ামী লীগ কর্মী এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির গংদের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণপাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিল এনামুল। কাজী জহির গং দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করছিল। এছাড়া বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা ভিডিও ভাইরাল হয়। এর জন্য এনামুলকে দায়ী করে। এতে কাজী জহির ও তার সহযোগীরা এনামুলের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ