(আজকের দিনকাল):জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করা সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সকল ক্ষেত্রেই দেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ১ম বিভাগ জেলা ফুটবল লীগ-এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার।
Leave a Reply