আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোপার পথে আরও এক ধাপ এগোলো বসুন্ধরা কিংস

(আজকের দিনকাল):বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব হতে পারতো শুক্রবারই। তার জন্য দরকার ছিল আবাহনী লিমিটেডের হার আর তাদের জয়।

বসুন্ধরা নিজেদের কাজটা করেছে ঠিকই, কিন্তু হারেনি আবাহনী। জয়ে অবশ্য তারা আরও কাছে পৌঁছে গেছে টানা চতুর্থ লিগ শিরেপার।

পরের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস।শুক্রবার কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে অস্কার ব্রুজন শিষ্যরা। ক্লাবটির হয়ে গোল করেছেন মিগেল ফিগেইরা ও দরিয়েলতন গোমেজ।

কুমিল্লায় শেখ রাসেলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে আবাহনী।

১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আকাশি-নীলরা।ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের ভেতরে দরিয়েলতনকে ফেলে দেন গোলরক্ষক নাঈম।

পেনাল্টির বাঁশি বাজার পর সফল স্পট কিকে কিংসকে এগিয়ে নেন মিগেল ফিগেইরা। এসময় পেনাল্টি সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার ফরহাদ মিয়া। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা মেলেনি।বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রাকিব হোসেন। রবসন রোবিনহোর ক্রস দূরের পোস্টে ক্রসবারের ওপর দিয়ে মারেন এই ফরোয়ার্ড।

৫১ মিনিটে গোল করেন দরিয়েলতন গোমেজ। রোবিনহোর কর্নারে রাকিবের ব্যাক হেড দূরের পোস্টে লেগে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। শেষ দিকে দরিয়েলতন জালের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।-ডেস্ক 
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ