আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


সরকার ও বিরোধী শিবির সবাই ঝুঁকিতে: জি এম কাদের

(আজকের দিনকাল):জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হ-য-ব-র-ল হতে পারে। রাজনীতির মাঠে কী হয় আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী শিবিরের সবাই ঝুঁকিতে আছেন।

বৃহস্পতিবার (১৮ মে) তার বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেই দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তারাই বিপদগ্রস্ত হবে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতি হবে। তিনি বলেন, জনগণের সামনে জাপার রাজনীতি পরিষ্কার করতে চাই। আমরা কারো বি-টিম নই। নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে হবে। দলের ঐক্য বিনষ্ট করার শক্তি কারো নেই।

তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা নেই। বিভিন্ন সূত্রে আমরা জানতে  পেরেছি, আওয়ামী লীগের এক মেয়র পদপ্রার্থী ঘোষণা করেছেন, তিনি কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। পাশাপাশি কোন প্রার্থী কত ভোট পাবেন, তিনি তা-ও বলে বেড়াচ্ছেন। সিটি করপোরেশন নির্বাচনে জাপার প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবেন। আমরা জয়ী হতেই নির্বাচন করব। কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

সভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ইন্ধন আছে, তবে পার্টির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, ঐক্যের বিকল্প নেই। ১৯৯১ সালের নির্বাচনে জাপার সঙ্গে অবিচার করা হয়েছিল। তখন সমান সুযোগ পেলে ইতিহাস অন্যভাবে লেখা হতো। কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাপা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে ভাবছে না।-ডেস্ক

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ