(আজকের দিনকাল):বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারকে পদত্যাগ করতে হবে। বাতিল করতে হবে অবৈধ সংসদ। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকার নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে লেভেল প্লেয়িং ফিল্ড করে নির্বাচন দিবে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনবে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর নূর আহমদ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান।
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনারা এদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। দেশের জনগণের আপনারা সেবক। আমরা আহ্বান জানাই আপনারা জনগণের পাশে থাকেন। জনগণের ভোট ছাড়া যে সরকার, তাদের আদেশ আপনারা আর মানবেন না। র্যাব মেনেছিল, আজকে আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা এই দেশের নাগরিক। আপনাদের আত্মীয়-স্বজন এদেশের সাধারণ মানুষ। আপনারা ভালো করে জানেন, শেখ হাসিনার আর সময় নেই। তাই আপনারা নিরপেক্ষ হয়ে যান। এদেশে যদি লেভেল প্লেয়িং ফিল্ড হয়, আমরা বিএনপি ওই সময়ে নির্বাচন করতে পারব, এদেশের জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনবে।
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আগে যা করেছেন, জনগণ ভুলে গেছে। একটি অবৈধ সরকার অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছে। আমরা এগুলো ভুলে যেতে চাই। আগামী দিনে আপনারা জনগণের পাশে থাকুন। নিরপেক্ষ ভূমিকা পালন করুন। জনগণ ঠিক করুক, তাদের দেশ, সামনে তারা কিভাবে পরিচালনা করতে চায়।
ড. মোশাররফ বলেন, আজকে অনেকে রাস্তায় নেমেছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। এবার নাকি শেখ হাসিনা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেবে। এটা কেউ বিশ্বাস করে না। অতএব দেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হতে হবে। শেখ হাসিনা ও তার সরকারকে পদত্যাগ করতে হবে। অবৈধ সংসদ বাতিল করতে হবে। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকার নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে লেভেল প্লেয়িং ফিল্ড করে নির্বাচন দিবে। এর কোনো বিকল্প নাই। তা যদি না হয় শেখ হাসিনাকে বিদায় করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটাতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আগামী দিনে আরও দ্বিগুণ শক্তি নিয়ে রাস্তায় থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ফয়সালা হবে রাজপথে।
আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি আসবে এবং সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এজন্য জনগণকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে ইস্পাত-কঠিন ঐক্য।
Leave a Reply