আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর স্থাপনায় হামলার নিন্দা জানালেন ইমরান

(আজকের দিনকাল):লাহোরে কোর কমান্ডারের বাড়িসহ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দার পাশাপাশি ইমরান একটি স্বাধীন কমিশনের মাধ্যমে ৯ মের দাঙ্গার বিস্তারিত তদন্ত দাবি করেন।

তিনি বলেন, আমি আগেই বলে দিচ্ছি— যে কোনো সুষ্ঠু তদন্তে এটি বের হবে যে ওই হামলাগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।

গ্রেফতার ও জামিনে মুক্তির পর তার প্রথম সংবাদ সম্মেলনে ইমরান বলেন, তিনি কারও সঙ্গে কোনো সংলাপে বসছেন না। কারণ তিনি পরিষ্কার করে দিয়েছেন— ‘শুধু নির্বাচনের বিষয়েই কথা হবে, অন্যকিছু নয়।

পিডিএম সামরিক বাহিনীর সহায়তায় পিটিআইকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে, ফের এমন অভিযোগ করে তিনি এই প্রবণতাকে দেশের জন্য ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেন।

এটি ১৯৭১ সালের পাকিস্তান ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, কেউ যদি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে, তা হলে দেশ পরাজিত হবে।

তিনি আরও বলেন, দাঙ্গাকারীদের থামাতে ব্যর্থ হওয়ার জন্য পুলিশ ও সেনাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় সরকারকে অবশ্যই সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ