আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ বছর আগেও ৬০ শতাংশ ঘরে বিদ্যুৎ ছিল না: পলক

(আজকের দিনকাল):তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই উন্নয়ন হয়েছে। অথচ ১৪ বছর আগেও ৬০ শতাংশ ঘরে বিদ্যুৎ ছিল না।

শুক্রবার উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সেচের পানির জন্য চলনবিলের কৃষককে হাহাকার করতে হয়েছে। এক বস্তা সারের জন্য আন্দোলন করতে হয়েছে; কিন্তু এখন চলনবিলের কৃষকরা সুফল পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দিচ্ছেন। গ্রামকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমার অন্তরে ইচ্ছা রয়েছে চলনবিলের জন্য কিছু করি। সেই ইচ্ছা থেকেই উন্নয়ন অগ্রগতি হচ্ছে। কিন্তু দীর্ঘ ৩৭ বছর চলনবিলের কৃষকের জন্য ছিল অন্ধকার যুগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলনবিলকে আলোকিত করেছেন। সততা, মেধা ও সাহসিকতা দিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। মানুষের জীবনযাত্রা এখন সহজলভ্য, সুন্দর ও নিরাপদ হয়েছে।

আর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান পলক।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, নবাগত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষক শহিদুল ইসলাম প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ