(আজকের দিনকাল):আইপিএল ১৬তম আসরের ৬৭তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। শনিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।
আইপিএল চলতি আসরের শুরু থেকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।
আজ জিতলেও কোনও ভাবেই প্লেঅফে যেতে পারবে না দিল্লি। কারণ নিজেদের প্রথম ১৩ ম্যাচের মধ্যে ৮টিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে দিল্লির কাছে আজকের ম্যাচটি নিয়মরক্ষার।
অন্যদিকে ধোনির চেন্নাই আসরের শুরু থেকেই দারুণ খেলছে। ইতোমধ্যে ১৩ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে ১৫ পয়েন্ট অর্জণ করে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে চেন্নাই। প্লেঅফের টিকিট আগেই নিশ্চিত করেছে তিনবারের শিরোপাজয়ী দলটি। আজ দিল্লির বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও জিততে মরিয়া ধোনিরা।
Leave a Reply