আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

(আজকের দিনকাল):রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আশিকুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত আশিকুর রহমান উপজেলার হরিশ্বর স্টেশন কলোনী দোলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের ছেলে। সে কাউনিয়া কলেজের ছাত্র।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিজপাড়া ও হরিশ্বর গ্রামের যুবকরা ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে আশিকুর রহমান ও আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া  হয়। খেলার মাঠের ঝগড়ার জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউনিয়া গালর্স স্কুলে মোড়ে আতিকুর রহমান ও কলেজছাত্র আশিকুর রহমানের মধ্যে সংঘর্ষ হয়।

এতে আশিকুর রহমানসহ ৫ কিশোর আহত হয়। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুতর আহত আশিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সে  মারা যায়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ