(আজকের দিনকাল):রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণভবন থেকে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতি তার রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক বইটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গত ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply