আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলার কৃষক আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়: সমীর চন্দ

(আজকের দিনকাল):কৃষক লীগ সভাপতি সমীর চন্দ বলেছেন, বিএনপি-জামায়াতের দুঃশাসন বাংলাদেশের কৃষক সমাজ এখনো ভোলেনি। তাই তো এ দেশের কৃষক সমাজ ২০০৮ সাল, ২০১৪ ও ২০১৯ সালের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে প্রত্যাহার করবে। বাংলার কৃষক সমাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত সরকার বাবলু।

এ সময় বিনামূল্যে ১০০ কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সহমহিলাবিষয়ক সম্পাদক রশিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, জেলা কৃষক লীগের সহসভাপতি হায়দার আলী বেজাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ