(আজকের দিনকাল):বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ ও সিনিয়র সদস্য প্রফেসর ড. মঞ্জুরুল আলমের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য প্রফেসর ড. রফিকুল আলম, সদস্য প্রফেসর ড. জাকির হোসেন এবং খুলনা মহানগরের সোনাডাঙ্গার ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম মাসুম প্রমুখ।
এদিকে শ্রদ্ধাঞ্জলি শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন শিক্ষকরা।-ডেস্ক
Leave a Reply