(আজকের দিনকাল):ওয়ানডে বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ২০১৩ সালের পর থেকে ভারত আইসিসির কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের মধ্য দিয়ে ১০ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপ শুরুর চার মাস আগে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই। আগামী ২৭মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের স্পেশাল জেনারেল মিটিং। সেই মিটিংয়ে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন তদারকি করার জন্য গঠন করা হবে ওয়ার্কিং কমিটি।
সেই বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো-নারী প্রিমিয়ার লিগের কমিটি গঠন, যৌন হেনস্থাকারীদের নিয়ে বিসিসিআইয়ে যে আইন রয়েছে, তাতে কিছুটা পরিবর্তন সাধন, রাজ্য দলগুলোতে ফিজিও এবং প্রশিক্ষক নিয়োগ।
Leave a Reply