(আজকের দিনকাল):জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি যতই নির্বাচন ও গণতন্ত্রের কথা বলুক না কেন তাদের মূল উদ্দেশ্য দণ্ডিত অপরাধী ও জঙ্গি-জামায়াতচক্রকে রেহাই দেওয়ার পাঁয়তারা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে এবং বিএনপি-জঙ্গি-জামায়াত জোটকে ক্ষমতার বাইরে রাখতে বর্তমান সরকারের সঙ্গে আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ, যে নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আরেক দফা ক্ষমতায় আনতে হবে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি আসলেই সংবিধান ও গণতন্ত্র ধ্বংসের কাজে লিপ্ত বলেই তারা নির্বাচনের আগেই নির্বাচিত সরকারকে উৎখাত করতে চাচ্ছে বলে জানান ইনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম।
এছাড়া ইনু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ করেন।
Leave a Reply