(আজকের দিনকাল):গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে বিএনপি পরিবারের স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের সরকার শাহনুর ইসলাম রনির (রনি সরকার) ভোটকেন্দ্রে এজেন্ট দিতে সমস্যা হচ্ছে- এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে নাকচ করেছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।
তিনি বলেছেন, নির্বাচন কমিশন চায় একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে। আমরাও ঠিক তাই চাই। এজন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় শনিবার এক নির্বাচনি পথসভায় আজমত উল্লা খান বলেন, আমি টঙ্গী পৌরসভায় টানা ১৮ বছর দায়িত্ব পালন করেছিলাম। আমার দল দুবারই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। কিন্তু ১৮ বছরে আমার বিরুদ্ধে ১৮ টাকার দুর্নীতির অভিযোগ আল্লাহর রহমতে কেউ আনতে পারেননি। সুতরাং এভাবেই সিটি করপোরেশনকে আমরা গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ সিটি করপোরেশনের মালিক নির্বাচিত মেয়র-কাউন্সিলররা নন। তারা মাত্র পাঁচ বছরের জন্য কেয়ারটেকার দারোয়ান হিসেবে কাজ করবেন। এই সিটি করপোরেশনের মালিক এই নগরের ৩৫ লাখ জনগণ, এই সিটি করপোরেশনের মালিক ১২ লাখ ভোটার। আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় আমাকে কামিয়াব করেন, সিটি করপোরেশনের দরজা সব সময়ের জন্য জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
আজমত উল্লা খান আরও বলেন, এই এলাকায় আমরা যারা বসবাস করি, তাদের রাস্তা-ঘাট, ড্রেন-কালভার্ট-ব্রিজ উন্নয়নসহ সুপেয় পানির ব্যবস্থা করা, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নগর হিসেবে গাজীপুর সিটি করপোরেশনকে গড়ে তুলতে হবে।
আজমত উল্লা খান শনিবার দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন। তিনি সকাল ৯টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত নগরীর ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২৭টি নির্ধারিত গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও গণসংযোগ করেন।
Leave a Reply