(আজকের দিনকাল):২০২৮ সাল পর্যন্ত প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত প্যারিসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
মাত্র ১৯ বছর বয়সে ২০১৩ সালে রোমা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন মারকুইনহোস। এরপর ধীরে ধীরে নিজেকে পিএসজির মূল দলে অপরিহার্য্য করে তুলেন। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দলটির সদস্য ছিলেন মারকুইনহোস। নতুন চুক্তি প্রসঙ্গে মারকুইনহোস বলেছেন, ‘চুক্তি নবায়নের ঘোষণা দিতে পেরে আমি দারুণ খুশী। একইসঙ্গে দারুণ গর্বিত। এটা আমার জন্য অত্যন্ত বিশেষ এক মুহূর্ত। আরও কিছুদিন এই ক্লাবের সঙ্গে থাকতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আশা করছি সবাই মিলে ক্লাবকে আরও ভাল কিছু উপহার দিতে পারবো।’
ইতোমধ্যেই পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন লিওনেল মেসি। একইসঙ্গে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা করা হচ্ছে। এই সময়ে মারকুইনহোসের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত পিএসজি আগ্রহের সঙ্গে স্বাগত জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘এটা ক্লাবের জন্য একটি সুখবর। কোচ হিসেবে তো বটেই, সমর্থকরাও এই সংবাদে দারুণ খুশি। এটা একটা উদাহরণ। সে তার পিএসজি ক্যারিয়ারের দশম মৌসুম শেষ করেছে। বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার মারকুইনহোস, ১০ বছর ধরে সে ক্লাবের সর্বত্র বিরাজমান। এটা অন্য সকলের জন্য একটি শক্তিশালী বার্তা।’
Leave a Reply