আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছকাটা বন্ধের দাবিতে নগরভবন ঘেরাও

(আজকের দিনকাল):রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের উন্নয়নকাজের জন্য গাছকাটা বন্ধের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন ঘেরাও করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। রোববার সকাল থেকেই শাহবাগের দোয়েল চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা।

সেখান থেকে নগরভবনে রওনা করেন তারা। বেলা ১১টার দিকে নগরভবন অভিমুখে যাত্রা করে বিভিন্ন সংগঠন। বঙ্গবাজার মোড়ে পৌঁছামাত্রই তাদের আটকে দেয় পুলিশ। এ সময় বিক্ষোভ করেন তারা। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে শনিবার বিকালে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগরভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন নন্দী, আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আদৃতা রায়। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ