আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে নিরাপত্তাকর্মীর কক্ষে নারীর গলাকাটা লাশ

(আজকের দিনকাল):রাজধানীর তেজগাঁয়ে একটি ভবনের নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস গলির একটি ভবনের নিচতলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) অপূর্ব হাসান।

নিহত জুলেখা বেগমের (৩৫) বাড়ি ময়মনসিংহ সদরের পুটিয়ালী এলাকায়। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি অপূর্ব বলেন, তিন দিন আগে জুলেখা গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। যার কক্ষে লাশ পাওয়া গেছে, সেই নিরাপত্তা কর্মী তার পূর্বপরিচিত।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, লাশ উদ্ধারের সময় ওই নিরাপত্তা কর্মী পলাতক ছিলেন। তবে রাতে তাকে গ্রেফতার করা হয়।

লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ