আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে সংঘর্ষে বিএনপির ৫০০ জনের বিরুদ্ধে মামলা

(আজকের দিনকাল ):পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে চারশ’ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রায়হান হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

ছাত্রলীগ নেতা রায়হানের দায়েরকৃত মামলায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে ও নাসির উদ্দিনের মামলায় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান বলেন, গতকাল শনিবার বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।

মামলা দু’টিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষপ্রসঙ্গত, গতকাল শনিবার পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহরের বনানী সড়কের বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় পূর্ব নির্ধারিত কর্মসূচি জনসমাবেশ পণ্ড হয়ে যায়। পথে পথে বাধার মুখে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জন সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি।

সকালে শুরু হওয়া সংঘর্ষ দুই ঘণ্টাব্যাপী চলাকালে মুসলিমপাড়া মোড় থেকে বনানী সড়কের বিএনপি দলীয় কার্যালয় পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকা ও এর আশপাশের এলাকার দোকানপাট ব্যবসা প

Share

Comments are closed.

     এ ক্যাটাগরীর আরো সংবাদ