আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করল সৌদি

(আজকের দিনকাল):রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন, তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রক্ষা করবে।

শুক্রবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়। খবর প্রেসটিভির।

জেলেনস্কি কোনো দেশের উল্লেখ নাম উল্লেখ না করে বলেন, কিছু আরব দেশ রাশিয়ার দখলদারিত্বের প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়নি সৌদি আরব। শুধু তাই নয়, তারা আমেরিকার অনুরোধ সত্বেও তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ