আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

(আজকের দিনকাল):নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ এবং সিএনজির ধাক্কায় জুয়েল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে বনপাড়া-পাবনা সড়কের উপজেলার কদিমচিলানের গুদরা নামকস্থানে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে।

অপরদিকে একই দিন রাতে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর নামকস্থানে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ