আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্তানকে হত্যা করে বিষপানের ঘোষণা নারীর

(আজকের দিনকাল):মানসিক দুশ্চিন্তা থেকে একমাত্র মেয়েকে হত্যা করে নিজেকে শেষ করবেন বলে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন এক নারী। এর পর ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকালে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ওই নারীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতালপাড়া এলাকায়।

পুলিশ জানায়, তার আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখার পর তাৎক্ষণিকভাবে তাকে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগে ওই নারীর দুই জায়গায় বিয়ে হলেও সংসার টেকেনি। তার এক সন্তান রয়েছে। দেড় বছর প্রেম করে সম্প্রতি নীলারাম এলাকার সাজ্জাদুর রহমান সাজু নামে একজনকে বিয়ে করেন।

বিয়ের পর জানতে পারেন তার পূর্বের স্ত্রী আছে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে বর্তমান স্বামী (সাজু) যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে দুশ্চিন্তা থেকে এই পোস্ট করেছেন তিনি এবং আত্মহত্যার ঘোষণা দেন।

জাকিয়া ফেরদৌসী নামের ফেসবুক আইডিতে যা লেখা ছিল তা হুবহু তুলে ধরা হলো— “আমার মৃত্যুর জন্য এই ছেলে দায়ী। আমি আমার মেয়েকে আগে হত্যা করব তার পরে নিজে বিষ খেয়ে মরব। এই ছেলে আমার কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করেছে, সংসার করতে চায় না। এই ছেলের নাম সাজু, সাজ্জাদুর রহমান। এখন সে পলাতক। আমার সোনাদানা— এমনকি আমার মায়ের সোনাদানা পর্যন্ত আত্মসাৎ করেছে। আজকেই আত্মহত্যা করব”।

এর পর আবার ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে আত্মহননের ঘোষণা দেন।

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ওই নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে কাউন্সেলিং করা হচ্ছে। অভিযুক্ত ওই যুবককে খুঁজছে পুলিশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ