আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপকূলে পরিবেশ রক্ষায় অনুদান দিচ্ছে এফএও

(আজকের দিনকাল):উপকূলীয় অঞ্চলে মাছ ও সামুদ্রিক প্রাণীর পরিবেশ রক্ষায় ৫ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এজন্য সোমবার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তি স্বাক্ষর করেন ইআরডির সচিব শরিফা খান এবং এফওএর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডগলাস সিমশন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব ফিসারিজ, মেরিন লিভিং রিসোর্স অ্যান্ড দেয়ার হ্যাবিটেট ইন দ্য বে অব বেঙ্গল রিজিওন ফর দ্য বেসিফিট অব কোস্টাল স্টেটস অ্যান্ড কমিউনিটিস’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ