(আজকের দিনকাল):ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পল্টন থানার বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মহানগর হাকিম মো. শফি উদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মজনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া।
এসময় বিএনপি নেতার আইনজীবী সৈয়দ মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিন চান।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতাদের বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে– ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৭ মে (শনিবার) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ।
সবাইকে কর্মসূচি যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
Leave a Reply