আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: ডিসি

(আজকের দিনকাল):ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ঢাকা শহরের নদীর দুপাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। প্রত্যেকটি উচ্ছেদ করা হবে। যারা এগুলো করছেন, তারা নিজেরা ভুল করছেন।

ঢাকা জেলা প্রশাসকের সভাকক্ষে সোমবার ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অবৈধ ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

২২-২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এ কার্যক্রমে নানাবিধ কর্মসূচি নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ উপলক্ষে সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আলোচনা সভা, সেমিনার, র্যালি করা হবে।

এসব কার্যক্রমের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানাবিধ উদ্যোগের ব্যাপারে জনগণকে সচেতন করা হবে।

জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা আরও কার্যকর করতে ভূমি সেবা সপ্তাহ শুরু করেছি। ১৪ এপ্রিল থেকে অনলাইন ভূমি সেবার কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে আমরা নামজারিকে বেশি গুরুত্ব দিয়েছি। এখন থেকে নামজারির সব কাজ অনলাইনে হবে। ঢাকায় মাত্র নয় দিনে নামজারি শেষ করে আমরা নজির স্থাপন করেছি।

জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বেশিরভাগ মানুষের সম্পর্ক রয়েছে। তাই এ ক্ষেত্রে ভোগান্তির মাত্রাও বেশি। আস্তে আস্তে ভূমি সেবা নিয়ে মানুষের ভোগান্তি কমে গেছে। ই-নামজারি, ই-পর্চা, ই-নকশাসহ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অনলাইন সেবা চালু করেছি।

এ সময় অবৈধ ভূমি দখলকারীদের ব্যাপারে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করার জন্য তিনি সবার সহায়তা চেয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ