(আজকের দিনকাল):প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচিতেও বিভেদ লক্ষ্য করা গেছে জেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে।
সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বাঁশের লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বাদল।
বিক্ষোভ মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করার সময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। পরবর্তীতে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন তারা।
পথসভায় বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হলে কিংবা তার ওপর হামলা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। সবাইকে সমুচিত জবাব দেওয়া হবে। নাশকতাকারীদের প্রতিহত করতে আমরা বাঁশের লাঠি নিয়ে রাজপথে অবস্থান করব। প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত হবে তবুও বিএনপি-জামায়াতকে কোনো নাশকতা করতে দেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুজাফর চৌধুরী বীরুসহ স্থানীয় নেতারা।
অপরদিকে একই ইস্যুতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের নেতা কাউসার আহমেদ পলাশ, সাবেক সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বাবলী। প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলও করেন।
Leave a Reply