আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম পি পি সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জেলা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মইনুল হক,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, ভারপ্রাপ্ত জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন প্রমুখ।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ