আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খানের স্ত্রী বুশরার জামিন

(আজকের দিনকাল):পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ১৯ কোটি পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন।

মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত থেকে সুরক্ষামূলক এই জামিন পেয়েছেন বুশরা বিবি।

এ সময় দুর্নীতির কয়েকটি মামলায় জামিন পেতে আদালতে যাওয়া ইমরান খানকে তার স্ত্রীর সঙ্গে আদালতে দেখা গেছে।

দুর্নীতিরোধী ও জবাবদিহিমূলক আদালতের বিচারক মুহাম্মদ বশির ৩১ মে পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিন মঞ্জুর করেছেন।

তদন্ত কর্মকর্তাকে (আইও) নোটিশ দেওয়ার আগে জামিন বন্ডের অর্থ নিশ্চিত করার জন্যে বুশরা বিবির সইও নিয়েছেন বিচারক।

আজকে আদালতে জামিন নেওয়ার শেষ দিন ছিল। লাহোরের আদালত বুশরা বিবিকে সুরক্ষামূলক জামিন দিয়েছেন।

এ সময় পিটিআই ও ইমরান খানের পক্ষে আইনজীবী ছিলেন সালমান সফদার, খাজা হারিস, ইন্তেজার পাঞ্জোথা, গোহর আলি খান এবং আলী আইজাজের সমন্বয়ে গঠিত একটি আইনি দল।

পিটিআই প্রধানের আগমনের আগে বিচার বিভাগীয় কমপ্লেক্স এবং এনএবি অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সেখানে আরো বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আজ তার পুনরায় গ্রেফতারের শঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: জিও নিউজ

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ