আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ স্পীকারের

(আজকের দিনকাল):জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর ১ টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।

এই সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশের ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

জাপান সফর শেষে স্পীকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ