(আজকের দিনকাল):স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনার সময়ে জার্মান চ্যান্সেলর অ্যামেরিকার আগামী নির্বাচনে জো বাইডেনের জয় প্রত্যাশা করেন৷ তার মতে, ট্রাম্প ক্ষমতায় ফিরলে জার্মানিরও ক্ষতি হবে৷
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অতি সতর্ক রাজনীতিক হিসেবে পরিচিত৷ তার মুখে বেফাঁস মন্তব্য সহজে শোনা যায় না৷ অথচ সেই শলৎজ এবার খোলাখুলি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন জানালেন৷খবর ডয়েচে ভেলের।
বার্লিনের কাছে একটি স্কুল পরিদর্শন করতে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছিলেন৷ সেসময়ে শলৎজ বলেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সেটা শুধু অ্যামেরিকা নয়, জার্মানির জন্যও খারাপ হবে৷
বর্তমান প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷সোমবার স্কুল পড়ুয়াদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইডেন বহু বছর ধরে বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন৷ তাই বিশ্বকে যুদ্ধ থেকে দূরে রাখতে কী করা উচিত, সেটা তিনি বিলক্ষণ জানেন৷
ট্রাম্পের চার বছরের কার্যকাল অন্য অনেক দেশের মতো জার্মানির জন্যও যথেষ্ট কঠিন ছিল, সেবিষয়ে কোনো সংশয় নেই৷
জার্মান চ্যান্সেলর হিসেবে আঞ্জেলা ম্যর্কেলকে সেই ধাক্কা সামলাতে হয়েছে৷ তার জোট সরকারের অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হিসেবে শলৎজ সেই চার বছরের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন৷
ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সব মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেলে ভবিষ্যৎ মোটেই উজ্জ্বল হতে পারে না৷ সেকারণে সাবেক প্রেসিডেন্ট সেদেশে বড় বিভাজনের প্রতীক৷ শলৎজ জার্মানিতেও এমন বিভাজন সম্পর্কে সতর্ক করে দেন৷ তার মতে সমাজে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি৷
Leave a Reply