আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ

(আজকের দিনকাল):ঢাকায় পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানী ঢাকার দুটি স্থানে পৃথক পদযাত্রা করবে দলটি।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও ১০ দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় গাবতলীর বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলার বাঁ পাশ ও পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ