আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী সিটি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন লিটন

(আজকের দিনকাল):আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে সোমবার (২২ মে) তিনি নিজেই মনোনয়নপত্র জমা দেন।

এর আগে সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচন অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাত করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মেয়র প্রার্থী লিটন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি নগরবাসীর আরও কিছু আশা-আকাঙ্খা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী পাঁচ বছরে সেগুলো পূরণ করতে চাই।

তিনি বলেন, রাজশাহীতে শিল্পায়নের অবস্থা ভালো না। তেমন কর্মসংস্থানের সুযোগ নেই। সেখানে কীভাবে শিল্পায়ন করা যায়, কর্মসংস্থান বাড়ানো হয়, সে ক্ষেত্রে সচেষ্ট থাকব। আমার নির্বাচনী ইশতেহারে ১নম্বরে থাকবে কর্মসংস্থানের বিষয়টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় খায়রুজ্জামান লিটনের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ