আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এ এইচ এম খায়রুজ্জামান লিটন - ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের পদত্যাগ

(আজকের দিনকাল):রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রোববার (২১ মে) বিকেলে তিনি পদত্যাগ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে নতুন নির্বাচিত মেয়র দায়িত্ব না নেয়া পর্যন্ত সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিনের ওপর। রোববার রাতে রাসিকের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এতে আরো উল্লেখ করা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, খায়রুজ্জামান লিটন রাজনৈতিকভাবে বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ