(আজকের দিনকাল):দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে ২০২১ সালের ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) সম্মাননা পেয়েছেন ৪৪ ব্যক্তি।
সোমবার রাজধানীর একটি হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘সিআইপি (শিল্প)-২০২১’ সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। ৬টি ক্যাটাগরিতে ২০২১ সালে যারা পুরস্কার পেয়েছেন, তারা হলেন :
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) : এ ক্যাটাগরি পুরস্কার পেয়েছেন ছয়জন। তারা হলেন : এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।
বৃহৎ শিল্প (উৎপাদন) : এ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ২০ জন। এরা হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.-এর ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী; বিএসআরএম স্টিলস লি.-এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরি লি.-এর চেয়ারম্যান মো. ইলিয়াস মৃধা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআই লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্স লি.-এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, হ্যামস গার্মেন্টেস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলসের উদ্যোক্তা পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিক লি.-এর পরিচালক মাহরীন নাসির, ডিউরেবল প্লাস্টিক লি.-এর পরিচালক উজমা চৌধুরী, রানার অটোমোবাইলস্ লি.-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলস লি.-এর চেয়ারম্যান মো. সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্সের উদ্যোক্তা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলস লি.-এর চেয়ারম্যান আব্দুল হাই সিকদার, এনভয় টেক্সটাইলস লি.-এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লি.-এর ভাইস চেয়ারম্যান ইমরান করিম।
বৃহৎ শিল্প (সেবা) : এ বিভাগে পুরস্কার পেয়েছেন পাঁচজন। তারা হলেন- এসটিএস হোল্ডিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজেস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, দি সিভিল ইঞ্জিনিয়ার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লি.-এর চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং ইস্টার্ন হাউজিং লি.-এর চেয়ারম্যান মনজুরুল ইসলাম।
মাঝারি শিল্প (উৎপাদন) : এ বিভাগে পুরস্কার পেয়েছেন ১০ জন। পুরস্কারপ্রাপ্তরা হলেন-বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লি.-এর চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লি.-এর ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসমিন মুক্তাদির, অকোটেক্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, জিন্নাত নিটওয়্যারস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রমি এগ্রো ফুডস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান, মাসকো পিকাসো লি.-এর পরিচালক ফাহিমা আক্তার, টর্ক ফ্যাশনস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন, জিন্নাত অ্যাপারেলস লি.-এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মেসার্স সিটাডেল অ্যাপারেলস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম।
ক্ষুদ্র শিল্প (উৎপাদন) : এ বিভাগে পুরস্কার পেয়েছেন দুজন। তারা হলেন-রংপুর ফাউন্ড্রি লি.-এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান এবং এরফান এগ্রো ফুড লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এ ছাড়া মাইক্রো শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর।
Leave a Reply