আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত ডিআইজিসহ ১১ পুলিশ সুপারকে বদলি

(আজকের দিনকাল):বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার একজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি হলেন- ঢাকার রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

বদলি হওয়ার পুলিশ সুপাররা হলেন- নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে সিআইডির সদরদপ্তরে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমাককে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশ, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীনুর নবী আনিছুর রশিদকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরীতে (আরএমপি), সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটনে (সিএমপি), রংপুর মহানগীর (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পুলিশ সদরদপ্তরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে পুলিশ সদরদপ্তরে, ময়মনসিংহ রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীরকে চট্টগ্রাম মেট্রোপলিটনে (সিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ