আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাঁজা দিয়ে তৈরি করা হয় তোশক দুটি

(আজকের দিনকাল):কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজার তৈরি দুটি তোশক উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় দুটি তোশকসহ মনু মিয়া নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মনু মিয়া (৫৫) একই উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা টানা ব্রিজের ওপর একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুটি তোশক দেখে সন্দেহ হয়। পরে ঘটনাস্থলেই উপস্থিত জনতার সামনে তোশক দুটি ছিঁড়ে ৩০ কেজি গাঁজা বের করা হয়।

এই অভিনব কায়দায় গাঁজা পাচারের অভিযোগে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ