আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জোর করে নৌকা প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ

(আজকের দিনকাল):ভোটকেন্দ্রের গোপন কক্ষে জোর করে নৌকা মার্কায় ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার।

তিনি বলেন, অন্য মার্কায় ভোট দিলে সেটি বাতিল করতে বাধ্য করা হয়। এরপর রাজি না হলে উচ্চস্বরে বলতে শোনা যায়, মেয়রের ভোট নৌকায়, কাউন্সিলরের ভোট যাকে খুশি তাকে দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কক্ষে আসেন।

তিনি বলেন, পোলিং এজেন্টদের দেখিয়ে বলে তোরা থাকতে অন্য মার্কায় ভোট দেয় কিভাবে? এরপর আমাকে প্রশ্ন করেন বাড়ি কোথায়? নাম কি? আমি কেন্দ্র থেকে চলে আসি।

এই ঘটনার পর কেন্দ্রের বাইরে নৌকার নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। এক পর্যায়ে পুলিশ তাদের কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ