মোঃ রাশেদুল ইসলাম, (আজকের দিনকাল):নাটোরে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২ অবহিতকরণ বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) যুগ্ম সচিব আলিফ রুদাবা। অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সূচনা বক্তব্যে যুগ্ম সচিব আলিফ রুদাবা বলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ প্রণয়ন করেছে সরকার। ২০২৭ সালের মধ্যে ৮৬ লক্ষ দক্ষ মানব সম্পদ তৈরি করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
Leave a Reply