আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইল মুম্বাই

(আজকের দিনকাল):আইপিএলে বুধবার রাতে লক্ষ্ণৌর বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালের আশা টিকিয়ে রাখল মুম্বাই।

‘মাধওয়াল-ম্যাজিকে’ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।তবে আরও বড় ‘ম্যাজিক’ জমা রেখেছিলেন আকাশ মাধওয়াল।

যে ম্যাজিকে বুধবার প্রথম এলিমিনেটরে ‘নাই’ করে দিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। চমকে দিয়েছেন আইপিএল-দর্শকদের।

ঠিক আগের ম্যাচটিতেই হায়দরাবাদের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট।বুধআর ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচে ৫ উইকেট তুলে নিয়েছেন মাধওয়াল। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বোলারদের মধ্যে এটিই আইপিএলের সেরা বোলিং।

২৯ বছর বয়সী মাধওয়ালের রেকর্ড গড়া বোলিংয়ে লক্ষ্ণৌকে ৮১ রানে হারিয়ে আইপিএল-ফাইনালের দৌড়ে টিকে রইল মুম্বাই ইন্ডিয়ানস। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের বুধবার রাতের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। যে রানে মূল অবদান ক্যামেরন গ্রিনের ৪১ আর সূর্যকুমার যাদবের ৩৩। লক্ষ্ণৌর হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন নাভিন উল হক।

রান তাড়ায় নামার পর দ্বিতীয় ওভারেই মাধওয়ালের শিকার হয়ে ফেরেন লক্ষ্ণৌ ওপেনার প্রেরাক মানকড়। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্রুনাল পান্ডিয়ার দল। মাধওয়ালের পেস-তোপ আর একের পর এক রানআউটে কাটা পড়ে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় লক্ষ্ণৌ।

প্রেরাকের পর আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, রবি বিষ্ণয় ও মহসিন খানকে তুলে নেন মাধওয়াল। রান আউট হন দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করা মার্কাস স্টয়নিস, দীপক হুদা ও কৃষ্ণাপ্পা গৌতম। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে এলিমিনেটর থেকে বিদায় নিল লক্ষ্ণৌ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ