আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট সিটি নির্বাচন: ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

(আজকের দিনকাল):যাচাই বাছাই শেষে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির। একইসঙ্গে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

মনোনয়ন বাতিল হওয়া ৫ মেয়রপ্রার্থীর প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন— সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

আর মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন— মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন।

জানা যায়, সামছুন নুর তালুকদারের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে দুইজনকে মৃত পাওয়া যায়। অন্যজন ভোটারে সাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মো. আবদুল মান্নান খানের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজনকে পাওয়া গেছে তিনি বালাগঞ্জের ভোটার। আরও একজন চট্টগ্রামের ভোটার এবং তিনি সাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মাওলানা জাহিদ উদ্দিনের তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় একজন ভোটার বালাগঞ্জের এবং আরেকজন বলেছে যে তিনি সাক্ষর করেনি তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

মো. শাহাজাহান মিয়ার সম্পদের বিবরণ জমা দেননি। সর্বশেষ আয়করের রিটার্ন কপি জমা না দেওয়ার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। মোস্তফ আহমেদ রউফ মোস্তফার সম্পদের বিবরণ এবং আয়করের রিটার্ন কপি জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

ইভিএমের মাধ্যমে আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। মঙ্গলবার (২৩ মে) ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হয়েছে আজ ২৫ মে। আগামী ১ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ