(আজকের দিনকাল): কারচুপি, জবরদস্তি ও বল প্রয়োগ ছাড়া কোনো নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের ন্যূনতম সুযোগ থাকলে যে কারও সঙ্গে নির্বাচনি চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। এ কঠিন বাস্তবতা ও জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।
এই সিটি করপোরেশন নির্বাচন আরও শক্তিশালী বার্তা প্রদান করেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। কারণ ক্ষমতা যে ছাড়তে হয়, ক্ষমতা যে হারাতে হয়, ক্ষমতা যে চিরস্থায়ী নয়— এসব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাৎ করে ফেলেছে।
সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
Leave a Reply