(আজকের দিনকাল):গাজীপুুর মহানগরের পূবাইল থানায় লরি চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত বাবা মো. জলিল হোসেন (৬৪), তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার জালকাটা গ্রামের উজির আলী ফকিরের ছেলে ও জলিলের ছেলে মো. শহীদ (১৪)। তারা দু’জনে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় থেকে ভিক্ষাবৃত্তি করতো। এঘটনায় চালকসহ তেলের লরি আটক করেছে পুলিশ।
Leave a Reply