আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূবাইলের চার ওয়ার্ড: আ.লীগ-বিএনপির বহিষ্কৃতদের জয়জয়কার

(আজকের দিনকাল):গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার চারটি ওয়ার্ডের নির্বাচনে বেশিরভাগ ওয়ার্ডেই বহিষ্কার হওয়া নেতাদের জয়জয়কার হয়েছে।নির্বাচিতদের কেউ কেউ জাহাঙ্গীরপন্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন। আবার কেউ কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন।দল তাদের মূল্য না দিলেও ভোটাররা ঠিকই তাদের ওপর আস্থা রেখেছেন, বলছেন এসব নেতার সমর্থকরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  ইভিএমে  ভোটগ্রহণ চলে। পূবাইলের ৪টি ওয়ার্ডে (৩৯, ৪০, ৪১ ও ৪২) ৭৫ হাজার নারী-পুরুষ ভোটার ভোটযুদ্ধে অংশ নেন।

নির্বাচনে পূবাইল থেকে নির্বাচিত কাউন্সিলররা হলেন— আওয়া লীগ থেকে বহিষ্কার হওয়া ৩৯নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কায় মাসুদুল হাসান বিল্লাল, ৪০নং ওয়ার্ডে সদ্য বহিষ্কৃত পূবাইল থানা বিএনপির সদস্য সচিব সুপ্রিমকোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি (ঘুড়ি মার্কা), ৪১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা (ঠেলাগাড়ি মার্কা), ৪২নং ওয়ার্ডে মহানগর বিএনপির বহিষ্কৃত সদস্য সুলতান উদ্দিন আহমদ লাঠিম মার্কা নিয়ে জয়ী হয়েছেন।

পূবাইলের তিন ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হোসনে আরা সিদ্দিকী জুলি (চশমা মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহফুজা আক্তার মায়া (হেলিকপ্টার মার্কা)। জুলি আওয়ামী লীগের মূলধারার রাজনীতি করেন।

পূবাইলের ৩৯নং ওয়ার্ডে মাসুদুল হাসান বিল্লাল ১০৬ ভোটের ব্যবধানে বর্তমান কাউন্সিলর শাহিনুল আলম মৃধাকে, ৪০নং ওয়ার্ডে নজরুল ইসলাম খান বিকি ৩ হাজার ভোটের ব্যবধানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামালেকে, ৪১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা ৪৮০ ভোটের ব্যবধানে বর্তমান কাউন্সিলর মোমেন মিয়াকে এবং ৪২নং ওয়ার্ডের সুলতান উদ্দিন আহমদ ২ হাজার ৪৭২ ভোটের ব্যবধানে বর্তমান কাউন্সিলর আবদুস ছালামকে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে হোসনে আরা সিদ্দিকী জুলি (৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড) ৭ হাজার ৫৫২ ভোটের ব্যবধানে মাহফুজা আক্তার মায়াকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোটের বিশ্লেষণে দেখা গেছে, বহিষ্কার হওয়া প্রার্থীরা বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বিদের হারিয়েছেন। ৪০ নং ওয়ার্ডে বিএনপির বহিষ্কার হওয়া নেতা থানার সদস্য সচিব বিকি তিন হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রার্থীকে। ৪২ নং ওয়ার্ডে সদ্য বহিষ্কার হওয়া বিএনপির প্রভাবশালী নেতা সুলতান আওয়ামী লীগের ছালামকে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন। শুধু ৩৯ নং ওয়ার্ডে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সেখানে মাসুদুল প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শাহিনুলকে ১০৬ ভোটে হারিয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ